আলপনা সাহিত্য পুরস্কার পেলেন ইমরুল ইউসুফ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১২ মার্চ ২০২২

আলপনা সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ। গত ১১ মার্চ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হয়।

‘সাহিত্য হোক মানবতার কল্যাণে’ স্লোগানে কবি’র আলপনা সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলপনা সাহিত্য পুরস্কার ২০২১ আনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবিদ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে বীণাপাণি চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানলেখক, গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক সুব্রত বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন লেখক ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কবি’র আলপনা সাহিত্য পরিষদের উপদেষ্টা জেবুন্নেসা সুইটি, সভাপতি কবি মজিদ মোর্তুজা, সাধারণ সম্পাদক কবি শামীম রাফি প্রমুখ।

এসময় কবি হেলাল চৌধুরী ও কথাসাহিত্যিক রুনা তাসমিনাকেও আলপনা সাহিত্য পুরস্কার ২০২১ দেওয়া হয়। পুরস্কার বিজয়ী তিন জনের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।