রাসেল শোনো

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৮ অক্টোবর ২০২১

নাজমুল হুদা

শেখ রাসেল শোনো,
তোমার চলে যাওয়ার এত বছর পরেও
আজও শুধু শত্রুতার জেরে
হিংসার বশে শত শিশু অকালে যাচ্ছে ঝরে!

শেখ রাসেল জেনো,
এই বাংলায় এখনো রাজনীতির ছলে
উন্মত্ত মিছিলে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে
হাজারো কোমল মুখ পোড়ে কারখানার যাতাকলে
এখনো তারা অনিরাপদ অরক্ষিত ড্রেনে; ম্যানহোলে!

শেখ রাসেল শুনে শিউরে উঠবে
এখনো এই সভ্য সমাজে
গ্যাসের ডগায় শিশুকে ফোলানো হয় বেলুনের মত!
বিকৃত যৌন লালসায়, অর্থহীন অস্ত্রের মহড়ায়
শিশুরা আজও নিষ্পেষিত।
এখনো থামেনি হারানোর হাহাকার, কমেনি ক্ষত।

এসইউ/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।