মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসব শুরু ১১ নভেম্বর

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৩ অক্টোবর ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বইঅনলাইনবিডি ডটকমের ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১১-১৩ নভেম্বর।

রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশকেন্দ্রের উঠানজুড়ে এ উৎসবে থাকবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত সেরা বইগুলো। থাকবে ৫০টি বই নিয়ে আলোচনা, আড্ডা, কবিতাপাঠ, আবৃত্তি ও গান।

১১ নভেম্বর বিকেল ৫টায় এ বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

সব বইয়ে ২৫% ছাড় দেওয়া হবে বই উৎসবে। এতে আগত সব শিশুকে ২০০ টাকার বই উপহার দেওয়া হবে। শ্রাবণ বইগাড়িতে সারাদেশে ভ্রাম্যমাণ বই উৎসব চলবে ১৩ মাসব্যাপী।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।