রূপান্তর-রৌদ্রছায়া সম্মাননা পেলেন এনাম রাজু

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

রূপান্তর-রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা পেলেন কবি এনাম রাজু। ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যকার মোশারফ খোকন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট বাদল কৃষ্ণ পোদ্দার, বিকেওএর সাবেক সভাপতি সেলিম সারোয়ার, কবি সৈয়দ আহসান কবীর, ছড়াশিল্পী নজরুল ইসলাম শান্তু, আল আশরাফ বিন্দু ও গল্পকার ইয়াদী মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কণ্ঠশিল্পী এস এ শামীম। কবি এনাম রাজুসহ ১০ কবি-সাহিত্যিক এ সম্মাননা পান।

এ বছর প্রবন্ধে তারাপদ আচার্য্য ও রণজিৎ মোদক, কবিতায় আশ্রাফ বাবু, ছড়ায় মোরশেদ কমল ও আবদুর রহিম, উপন্যাসে ফরিদুল মাইয়ান এবং ছোটগল্পে সালমা ডলি, মুহাম্মদ শামীম রেজা ও সবুজ রায়।

কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘সুন্দরের জন্য সাহিত্য’ স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এবার প্রবীণদের পাশাপাশি নবীনদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এতে একটি যোগসূত্র তৈরি হবে বলে আমাদের বিশ্বাস।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।