শরতের দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

আলাউদ্দিন হোসেন

শরৎজুড়ে

আকাশ পানে ভেসে চলে
সাদা মেঘের ভেলা
পল্লিগাঁয়ে কাশের মেলা
হাসে সারাবেলা।

বিলের জলে শাপলা-শালুক
সদা করে খেলা
মেঘ রৌদ্রের লুকোচুরি
কাটে সারাবেলা।

সবুজ-শ্যামল আমন ধান
ঢেউয়ে কাটে বেলা
নদীর পাড়ে শুভ্র হাসি
বিলের জলে মেলা।

****

কাশবনে

শরৎ নেমেছে কাশের বনে
প্রকৃতি দিয়েছে সাড়া
কাশফুল হেসে বলে
আমার দুয়ারে কারা!

প্রজাপতি নেচেনেচে
মনের সুখের কয়
শরৎ ঘ্রাণে দিশেহারা
নেই কোনো ভয়!

মনমাতানো শুভ্র হাসি
কাশের বনে দোলা
রংধনু রঙিন বিকেল
ভরা রূপের গোলা।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।