জাকির জাফরান পাচ্ছেন কবিতা আশ্রম পুরস্কার

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ আগস্ট ২০২১

কবি জাকির জাফরান পেলেন ‘কবিতা আশ্রম পুরস্কার ১৪২৮’। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্য পত্রিকা ‘কবিতা আশ্রম’ এ পুরস্কার প্রদান করবে।

আগামী ১৭ সেপ্টেম্বর বরেণ্য কবি বিনয় মজুমদারের জন্মদিনে কবি জাকির জাফরানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

শূন্য দশকের এ কবি কবিতা লেখার পাশাপাশি গদ্য লেখেন, কণ্ঠে তোলেন গান। তার জন্ম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় একজন সরকারি কর্মকর্তা।

তার প্রকাশিত কাব্যগ্রন্থ- সমুদ্রপৃষ্ঠা (২০০৭), নদী এক জন্মান্ধ আয়না (২০১৪), অপহৃত সূর্যাস্তমণ্ডলি (২০১৫), নির্বাচিত কবিতা (২০১৯), অন্ধের জানালা (২০২০), জ্যোৎস্নাসম্প্রদায় (২০২০), পায়ে বাঁধা দুটি সর্বনাম (২০২১)। অনুবাদগ্রন্থ ‘আক্রায় পাওয়া পাণ্ডুলিপি’ (২০১৪)।

কবিতা আশ্রম জানায়, গত বছর পুরস্কার দেওয়া হয়নি। করোনা সব গোলমাল করে দিয়েছে। এ বছর ১৭ সেপ্টেম্বর কবি বিনয় মজুমদারের জন্মদিনে দুটি পুরস্কার তুলে দেওয়া হবে দুই কবির হাতে। কবিতা আশ্রম পুরস্কার পাচ্ছেন কবি জাকির জাফরান। কবিতা আশ্রম প্রদত্ত বিনয় মজুমদার সম্মাননা পাচ্ছেন কবি সুকৃতি সিকদার, যিনি সুকৃতি নামে লেখেন।

কবি জাকির জাফরান বলেন, ‌‘আমি আনন্দিত। এ প্রাপ্তি ‘জ্যোৎস্নাসম্প্রদায়’র। যারা জ্যোৎস্নাসম্প্রদায়ের লোক, এ পুরস্কার তাদের চরণে নিবেদিত। কবিতা আশ্রমকে ধন্যবাদ জানাই। কবিতারা বেঁচে থাকুক।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।