হাসপাতালে কবি হেলাল হাফিজ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৮ আগস্ট ২০২১

কবি ও সাংবাদিক হেলাল হাফিজ অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। ১৭ আগস্ট সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসার সার্বিক দায়িত্বে আছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, ৭২ বছর বয়সী হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বুধবার থেকে তার মেডিকেল চেকআপ শুরু হবে।

জানা যায়, কবি হেলাল হাফিজ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে সাময়িকভাবে ভর্তি করা হয়েছিল রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যা আছে কবির।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি।

লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরের সম্পাদনা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তার দ্বিতীয় কবিতার বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশ হয়।

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কখনো সংসারমুখী হননি। থাকতেন রাজধানীর একটি আবাসিক হোটেলে। তার কবিতার অসংখ্য পঙক্তি এখন মানুষের মুখে মুখে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।