শ্রাবণের রাতে

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১০ জুলাই ২০২১

শ্রাবণ রাতে নয়ন পাতে
ঘুম ভেসেছে বাদল ধারায়;
তারাগুলো খোয়া গেলো
আঁধার রাতের কায়ায়!

বরষার ঘোরে রিমিঝিম সুরে
নিশুতি রাতের মায়ায়!
মনের মুকুরে স্মৃতিরা ভেড়ে
চোখে দু’কূল ছাপায়!

বাহিরে ঝড় ভিতরে জ্বর
নিশ্বাসে দম বন্ধ!
জীবন বীণার ছেঁড়া তার
নিত্য হারায় ছন্দ!

বিবাগী মন সলিলে নয়ন
বিষাদে ঢাকা জীবন!
মৌন মলিন সব ভাষাহীন
নিশ্চুপ বিশ্ব ভুবন!

বৃষ্টির সুর বেদনাবিধুর
বুক ফেটে রক্ত ক্ষরায়!
কে উদাসী অদূরে বসি
স্মরে চাপা কান্নায়!

তার ইশারা জাগে সাড়া
এগোনোর পথ রুদ্ধ সব!
এগোনো পিছানোর দ্বন্দ্বে
নিত্য নিশিদিন অনুভব!

শ্রাবণ আসে শ্রাবণ হারায়
তমসা ঘনঘোর বরষায়;
বসন্তে শ্রাবণ হেমন্তেও শ্রাবণ
আনন্দও শ্রাবণে লুকায়!

শ্রাবণ রাতে মোমের ভাতে
আনত চাঁদমুখ দর্শনে!
অশরীরী ছোঁয়ায় বিদ্যুৎ চমকায়
ঢেউ খেলে যায় তনুমনে!

আঁচল পেতে বাসরে মেতে
অবগুণ্ঠনে তীর্যক চাহনি!
পড়ে মনে ক্ষণে ক্ষণে
সেই শ্রাবণ রাতের কাহিনি!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।