বৃষ্টি ও প্রেমের কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৭ জুলাই ২০২১

আজ না হয় ভিজতে নাও

আমাকে তুমি ভিজতে নেবে?
ইচ্ছে করে, শহরজুড়ে জল নামুক
রিমঝিমিয়ে মুষলধারে
ঝরঝরিয়ে বৃষ্টি এসো
ছাতাবিহীন তোমার পথে।
ইচ্ছে করে, জলদি ফেরো কলেজ থেকে
আজ না হয় বৃষ্টির দিনে
বাইকে করে বৃষ্টিতলে
সাঁতার দেব দুজন মিলে।

আজ না হয় ভিজতে নাও
কতদিনের শখ পূরণে
পূর্ণ করো চাওয়াগুলো
হোক চাওয়া বিনা কারণে।

বৃষ্টি এসো কলকলিয়ে...

****

আটরঙা রংধনু

আমার ইচ্ছে হয়, রংধনুতে আরও একটি রং রাঙিয়ে দেই
অষ্টম রঙের নাম দিতাম মনীষা।
বৃষ্টিভেজা রংধনুর সাতরঙের মতোই উজ্জ্বল মনীষা
না-না—বেগুনির চেয়েও বেগুনি
কমলা রঙের চেয়েও উজ্জ্বলতর।

আমায় ক্ষমতা দিলেই
সাত রঙের প্রথমেই বসিয়ে দিতাম মনীষা
তারপর বে-নী-আ-স-হ-ক-লা—আটরঙা রংধনু।

****

সপ্তর্ষি

তোমার সুরেলা-কণ্ঠ নায়াগ্রা-জলপ্রপাতের পতিত ধারার শব্দের মতো
তারপরের বাতাস, ঘূর্ণায়মান বাষ্প তোমার নিশ্বাসে
পর্বত-দেয়ালের মতো নির্ভার তোমাতেই
অনাবিল সবুজঘেরা তৃণভূমির মধ্যে
স্বচ্ছ জড়োয়া-সজ্জিত টলটলে দুটি লেকে কালো পাপড়ির পাড়
লেকে প্রতিচ্ছবি হয়ে এক রাজহাঁস।

এ সৌন্দর্যে আফিম মেশানো
মৌতাতের আয়োজন,
সপ্তর্ষি আমার, কিছু বলা লাগবে আর?

****

বলো, আর কী দরকার

তোমার চিবুকে যেন গোলাপ পাপড়ি
তাতে ভোরের প্রথম শিশিরবিন্দু
তোমার স্পর্শে বুঝি
রেশমি সুতার পরশ
দুধে-আলতার পিঠে কালো মেঘের ঢেউ
সোনালি বেলোয়ারিতে দেখি
গলন্ত সোনার ঝুরিগুচ্ছ,
জমজ-আল্পস খেলা করে তোমার বুকে।

বলো, আর দরকারটা কী?
কোন নন্দনতত্ত্ব পার পাবে তোমার সঙ্গে!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।