বর্ষার দুটি ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৮ জুন ২০২১

আলাউদ্দিন হোসেন

মেঘের ছায়া

বিজ্ঞাপন

আষাঢ়-শ্রাবণ বর্ষাকালে
আকাশ মেঘের ছায়া,
নতুন জোয়ার শীতল বাতাস
জুড়িয়ে যায় কায়া।

দূর আকাশে মেঘের ছায়া
নিত্য করে খেলা,
খেলাচ্ছলে দিবা-নিশি
উড়ায় রূপের ভেলা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্ষা মায়া মেঘের ছায়া
আকাশ পানে ওড়ে,
দিবা-নিশি রূপের ভারে
বৃষ্টি হয়ে পড়ে।

****

বর্ষা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আষাঢ় এলে বর্ষা শুরু
গাছে কদম হাসে,
বৃষ্টিভেজা সুজন মাঝি
নৌকা নিয়ে ভাসে।

বৃষ্টি পড়ে দিবা-নিশি
বিমোহিত প্রাণ,
প্রকৃতি পায় সজীবতা
ছড়িয়ে দিতে ঘ্রাণ।

বেলি টগর জুঁই কামিনী
চলে রূপের মেলা,
সূয্যিমামার লুকোচুরি
বৃষ্টি করে খেলা।

বিজ্ঞাপন

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।