নারী

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৮ মার্চ ২০২১

সিবগাতুর রহমান

নারী তুমি নও তো কোনো পণ্য
তুমি কন্যা, তুমিই মাতা
বোন বিবি বলে গণ্য।

নারী তোমার মহিমা জগৎময়
সৃষ্টি সুখের উল্লাসে তুমি
জগতের বিস্ময়।

নারী তুমি নও তো কারো পর
ভালোবাসা ও মমতায় তুমি
আলোকিত করো ঘর।

নারী তুমি নও তো অবলা
রূপ গুণ বলে এই ধরণী
করিছো উজালা।

নারী তুমি কম নও কোনো কাজে
তোমার প্রেরণা শক্তি আনে
ভীষণ গরজ তেজে।

নারী তোমার নাই তো কোনো ভয়
তোমার জ্ঞানে তোমার গুণে
বিশ্ব করবে জয়।

নারী তোমায় রুখবে সাধ্য কার
বিধাতা তোমায় দিয়েছেন
গর্বে বাঁচার অধিকার।

নারী তুমি সৃষ্টি সুখের হাসি
নারী তোমায় ভীষণ
ভালোবাসি।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।