ভালোবাসার রং

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৪ মার্চ ২০২১

সিবগাতুর রহমান

ও মন মন রে
তুই যে আমার কত আপনজন,
জানে সারা বাংলাদেশের
পলাশ শিমুল বন।

তুই যে আমার কত আপনজন
দেখি তোরে কৃষ্ণচূড়ার ডালে,
রমণীর খোঁপায় দেখি
আড়ালে আবডালে।

গোলাপ জবা হিজলের বনে,
বৈশাখী মেলায় তোরে
দেখি আনমনে।
তোরে ছাড়া বাঁচে না তো
আমার এই জীবন।

তুই যে আমার কত আপনজন,
ও মন মন রে
তুই যে আমার কত আপনজন।

ঝিলে বিলে শাপলা সারি সারি,
মালতি মাধবী লতায়
ভুলিতে কি পারি?
বাগান বিলাস চম্পা ও করবী,
ভালোবাসায় বাইন্ধা রাখি
এই বুকে তোর ছবি।

যেই দিন আমায় ছাইড়া যাবি
আসবে রে মরণ,
তুই যে আমার কত আপনজন।
ও মন মন রে
তুই যে আমার কত আপনজন।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।