ফাগুনদিনের গুচ্ছকবিতা
আবু আফজাল সালেহ
১.
পাতা ঝরে দখিন-হাওয়ায়
সুর ওঠে, জাগে মিলন
ঐতিহ্যের সুরে কী যে ঐকতান
টানে মস্তিষ্ক, টানে কান!
২.
রৌদ্রজলের স্মৃতি ফুরোয় না
খরস্রোতা নদীর উচ্ছ্বাস থামে না
স্মৃতিঘিরেই আমার প্রতিজ্ঞা।
৩.
শিমুল কৃষ্ণচূড়া পলাশ বন
স্বপ্ন বাঁধে প্রেমিকের মন।
৪.
সাক্ষী কৃষ্ণচূড়া কিংশুক শিমূল
বদলে নেবই আমি আমূল।
এসইউ/এমএস