ফাগুনদিনের গুচ্ছকবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আবু আফজাল সালেহ

১.
পাতা ঝরে দখিন-হাওয়ায়
সুর ওঠে, জাগে মিলন
ঐতিহ্যের সুরে কী যে ঐকতান
টানে মস্তিষ্ক, টানে কান!

২.
রৌদ্রজলের স্মৃতি ফুরোয় না
খরস্রোতা নদীর উচ্ছ্বাস থামে না
স্মৃতিঘিরেই আমার প্রতিজ্ঞা।

৩.
শিমুল কৃষ্ণচূড়া পলাশ বন
স্বপ্ন বাঁধে প্রেমিকের মন।

৪.
সাক্ষী কৃষ্ণচূড়া কিংশুক শিমূল
বদলে নেবই আমি আমূল।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।