ফাগুনের প্রলাপ

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

আঁধার রাতের নিস্তব্ধতায়
মনের আকাশ ঝলমল করে!
দূর আকাশের চিত্রলেখা
আসন পাতে শিয়রে!

অমন করে কী দেখো গো?
ছিড়ে যায় যে অন্তর!
তোমাকেই দেখছি কবি,
কবিতার মতই সুন্দর!

দেখাদেখির কী আছে!
আমি কি নতুন চিড়িয়া?
তুমি আজও রসসিক্ত
চির রসিক বন্ধু রসিয়া!

মুখাবয়বে যায় যে বোঝা
এখনো ফুটন্ত গোলাপ ফুল!
মম চিত্ত বলে নিত্ত
ফাগুনের ভালোবাসায় মশগুল!

বলি সাবধানে থেকো
লাগবে পেঁচা-পেত্নির নজর!
সর্বনাশা মধুর খেলায়
উর্বশীরা অতি তৎপর!

নাহ, লাগবে না নজর
আমি যে কৃষ্ণ কালো!
শয়তান পালায় দর্শনমাত্র
চায় যে নিজের ভালো!

কালো কৃষ্ণের জন্যই রাধা
জল ভরতো যমুনার ঘাটে!
নিকষ কালো আঁধার মাঝেই
ভোরের আলো ফোটে!

বচন অতি সহি বটে
কৃষ্ণজির বেলায় খাটে!
তার মত লীলায় মাতলে
সবাই বলবে যে বখাটে!

বেশ তো হলো ছল-তামাশা
ঘুমাবে কখন বলো!
না-কি চলবে হেয়ালি রাতভর
জ্বালিয়ে মোমের আলো!

আমার ঘুম রাজার মত
যার ঠিক-ঠিকানা নেই!
মনের মত বন্ধু পেলে
মাটিতে বিছাই চাটাই!

থাকো তুমি রাজার মত
আমার যাবার সময় হলো;
আঁখি খুলে দেখি চারিধার
নিকষ কাজল কালো!

মোমের আলো জ্বেলে দেখি
শিখায় তারই প্রতিচ্ছবি!
এতো ভালোবাসার মাঝেও
আমি বন্ধুহীন কেন ভাবি!

চারপাশের মানুষগুলো
বাসে কতো না ভালো!
আমার চোখে সবই সুহৃদ
ভুবন ভরা আলো!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।