স্বপ্নের পদ্মা সেতু

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২০

গায়ে চিমটি কেটে বারবার
বুঝলাম এ তো স্বপ্ন নয়;
জেগেই বিস্ময়ে দেখছি পুনর্বার!
খুলে গেছে আজ স্বপ্নের দুয়ার
স্বপ্ন সত্যি হলো কোটি জনতার!

ঘন কুয়াশার ধোঁয়াশা কেটে
ঘাসে শিশিরের মত মুক্তার;
ঝিলিক ছড়িয়ে পুরোটা সেতু
দৃশ্যমান হলো রূপালি পদ্মার!

বিজ্ঞাপন

দু’পাড়ে গড়লো বন্ধন অমরতার
শেষ স্প্যান সার্ধশত মিটার!
কালজয়ী এ মধুর ক্ষণ
চিরস্মরণীয় হলো বাংলার!

সার্থক হলো সত্যি হলো,
সিন্ধু জয়ের কথা-গান!
সব নিন্দা-কুৎসা-ষড়যন্ত্রের,
জল্পনা-কল্পনার হলো অবসান!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্প্যানের ওপর কংক্রিটের রাস্তায়
শো শো করে চলবে দ্রুতযান!
বুলেট ট্রেনে দেশের পতাকা উড়বে
বিশ্ব দেখবে বাঙালির শান!

ইতিহাস হলো বিশ্ব দেখলো
বাঙালির অবিস্মরণীয় কীর্তি!
পদ্মা সেতুতে দুর্বার গতিতে
পাল্টে যাবে দক্ষিণের দুর্গতি!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।