সেরা লেখকের পুরস্কার পেলেন আয়মান সাদিক

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২০

অনলাইন বুকশপ রকমারি ডটকম আয়োজিত ‘বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২০’ ঘোষণা করা হয়েছে। এতে সেরা লেখকের পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। গত ৮ ডিসেম্বর রকমারির ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, ২০২০ সালের বইমেলা উপলক্ষে ঘোষিত ‘সেরা লেখক’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তিনি। ২০২০ সালের বইমেলায় তার দুটি বই প্রকাশ হয়। এর মধ্যে একটি হলো- ‘কমিউনিকেশন্স হ্যাকস’। বইটিতে দৈন্দিন জীবনের আচরণ, কথোপকথন, পাবলিক স্পিকিংয়ের ভুল সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগে ‘স্টুডেন্টস হ্যাকস’ বইটিও জনপ্রিয় হয়েছিল শিক্ষার্থীদের মাঝে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি সম্পর্কে তিনি জাগো নিউজকে বলেন, ‘অ্যাওয়ার্ডটি পাওয়ায় আমার সব পাঠককে ধন্যবাদ জানাতে চাই। আসলে দিনশেষে এসব প্রাপ্তি আসে একমাত্র তাদের অসীম ভালোবাসার কারণে। মানুষ আমাদের বইটি পছন্দ করেছে বলেই কিনেছে।’

তিনি বলেন, ‘করোনার এ সময়েও বইয়ের প্রতি পাঠকদের ভালোবাসা রয়েছে। পাঠক অনলাইনে অর্ডার করেও যে ব্যাপকহারে বই কিনছে, পড়ছে। এটাও অনেক বড় কিছু। আমি মনে করি, শুধু আমার ক্ষেত্রেই নয়। সব লেখককে এ ব্যাপারগুলো প্রেরণা বাড়িয়ে দেয়।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।