নাসরিন সুলতানা রুপার কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

হেমন্ত

সকালের সোনা রোদে ফসলের হাসি,
হেমন্তটাকে তাই বড় ভালোবাসি।
রাশি রাশি সোনাধান আঙিনার পরে,
কৃষকের ঘরে তাই ব্যস্ততা বাড়ে।

ধাপুর-ধুপুর ঢেঁকি নাচে তালে তালে,
একটানা ধান ভানা সকাল-বিকালে।
আনন্দে গুনগুন কৃষাণির মুখে,
এসেছে সুদিন তাই স্বপ্ন দু’চোখে।

এভাবেই বাংলায় নবান্ন আসে,
পিঠাপুলির আনন্দে সারা গ্রাম হাসে।

কবি: সহকারী শিক্ষক, বি পি জি ডি ইউ মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।