আলাউদ্দিন হোসেনের উৎসবের ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৫ অক্টোবর ২০২০

উৎসব

দুর্গা এলে পূজারীরা
নতুন রূপে সাজে,
দিবানিশি মণ্ডপজুড়ে
ঢাকের বাজনা বাজে।

ঢাক-ঢোলের নতুন সুরে
পূজারীরা মত্ত,
আত্মভরে পূজা করে
মেটায় দেহতত্ত্ব।

ঘরে ঘরে প্রদীপ জ্বলে
মা দুর্গার ছায়া,
দশ হাতে নিয়ে আসা
স্বর্গসুখের মায়া।

****

দুর্গা

স্বর্গ থেকে দুর্গা আসে
মানব ভালোবেসে,
হাতে নিয়ে স্বর্গবাণী
সুখ দেবতা বেশে।

স্বর্গীয় সব বার্তা নিয়ে
আসে মণ্ডপজুড়ে,
মা দুর্গার আরাধনা
আনন্দ সব কুড়ে।

দশ হাতে পুণ্য নিয়ে
মা দুর্গা আসে,
মণ্ডপে সব পূজারীরা
স্বর্গসুখে ভাসে।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।