হাওয়াই মিঠাই

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

খান মুহাম্মদ রুমেল

বারুদগন্ধী রাজপথে রক্ত ঝরানো যুবক
আজ মিইয়ে যাওয়া হাওয়াই মিঠাই।
মিছিলে স্লোগানে
টগবগে তরুণের কাঁধে পুঁজিবাদের জোয়াল চাপিয়ে
বিপ্লবের স্বপ্ন আঁকে লোভী আহাম্মক!

সাম্যের আগুন নেভালো কে?
তালাশ করে হয়রান অচেনা আগন্তুক।

দীপশিখা জ্বেলে রেখে এখনো অপেক্ষায়...
কোন সুদূর?

সম্মিলিতের যৌথ জীবন
আবার হাসুক রূপশালী ধানে।

প্রজন্মের অপেক্ষা...
ব্যর্থ নয়।
তেজ ফিরে পাক মিছিলের স্লোগান।

আবার জ্বলুক শিখা, উজ্জ্বল
বিপ্লব সে তো আসবেই।

এসইউ/এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।