রায়হান তারেকের গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

১.
মেঘের আঁচলে চাঁদ    লুকোচুরি সাজ
পূর্ণিমার রাত তবু       বধূ করে লাজ

২.
জানি একদিন সব      শেষ হয়ে যাবে
আকাশ বিদীর্ণ হবে     নক্ষত্র ঝরবে
তোমার আমার মাঝে   হবে ব্যবধান
তবু কেন বোঝ না হে,  ধ্রুব সমাধান

৩.
এই শহরের বুকে          কোলাহল ছেড়ে
আকাশের কোলে হেলে   অস্তগামী সূর্য
কাশবনের আড়ালে        মন নিয়ে কেড়ে
ছুটে চলা প্রেমিকার         যথারীত কার্য

৪.
যদি চাও দিতে পারি
শূন্য বুকের বিধুর
শরতের ক্লান্ত দুপুর

৫.
নিভে যায় বাতি
               কালো হয়ে আসে রাত্রি

দূরত্ব কমে আসে
                      পৃথিবীর পথে

মহাকালে
            আলোর অপেক্ষা তবে!

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।