আকাশ ভরা মেঘ অথবা জল

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০

খান মুহাম্মদ রুমেল

তোর বুকের উথালি বাতাসে
শরতের মেঘ হবো বলে কেটেছে শ্রাবণ কত!
ফিরে গেছে বসন্ত অযুত!
তোর চোখে চেয়ে থেকে কেটে গেছে সুদীর্ঘ সময়।

তবুও দু’চোখজুড়ে আস্থা অনাবিল
তোর বুকের অনন্ত নীলাকাশজুড়ে ভাসাবো শরতের শুভ্র মেঘ
নয়নাভিরাম...
ছুঁয়ে দেবো কাশফুলের শুভ্রতায় হৃদয়ের আঙিনা
কোনো একদিন।
তোর আকাশের মেঘগুলো পেঁজা তুলো।
ছোঁবোই ছোঁবো... একদিন।

এসইউ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।