কবি নজরুলকে নিবেদিত ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ আগস্ট ২০২০

আলাউদ্দিন হোসেন

প্রিয় কবি

বিজ্ঞাপন

ছোটবেলার দুখু মিয়া
আমার প্রিয় কবি,
হৃদয় মাঝে যতন করে
গেঁথে রেখেছি ছবি।

প্রিয় কবি প্রিয় ছবি
বাংলাজুড়ে নাম,
কাব্য লিখে দিয়ে গেছেন
বাংলা ভাষার দাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুরুলিয়ার দুখু মিয়া
জাতীয় এক ছবি,
সাহিত্যজুড়ে দুখু মিয়া
আমার প্রিয় কবি।

দুখু মিয়া

চুরুলিয়ার দুখু তুমি
দুই বাংলার কবি,
সাহিত্যে ভাসছে শুধু
তোমার মুখের ছবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কালের কাল মহাকাল
অমর রবে তুমি,
বাংলা তোমায় রাখবে মনে
প্রিয় জন্মভূমি।

তোমার জন্ম তোমার কর্ম
জনম জনম ধরে,
সব বাঙালি হৃদয় মাঝে
রাখবে অমর করে।

ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

বিজ্ঞাপন

এসইউ/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।