আগস্টের একগুচ্ছ ছড়া

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ১৫ আগস্ট ২০২০

আলাউদ্দিন হোসেন

বঙ্গবন্ধু

তুমি অমর তুমি যোদ্ধা
বীর বাঙালি প্রাণে
বীরের দেশে বিজয় নিশান
উড়বে তোমার ঘ্রাণে।

তুমি শক্তি তুমি ভক্তি
অকুতোভয় যোদ্ধা
মনেপ্রাণে বাঙালি জাতি
করে যাবে শ্রদ্ধা।

বীর বীরত্বের শ্রেষ্ঠ বাঙালি
অমরত্বের কায়া
কোটি বাঙালির হৃদয়জুড়ে
হাসবে তোমার ছায়া।

চির অমর

তুমি অমর চির অমর
বাংলা দেহ ঘ্রাণে
সবুজ-শ্যামল লাল বৃত্ত
কোটি বাঙালি প্রাণে।

জনম জনম বাংলাজুড়ে
থাকবে অমর নাম
ইতিহাসের পাতায় রবে
বীর বীরত্বের দাম।

তুমি অমর চির অমর
সবুজ মাঝে লাল
তাজা রক্তে কেনা পতাকা
উড়বে চিরকাল।

চিরঞ্জীব

যেখানে পড়েছে পায়ের চিহ্ন
সেখানে জ্বলছে আলো
তোমার মনের শুভ্রতা পেয়ে
মুছে গেছে সব কালো।

তোমার ডাকে সারা দিয়ে
লক্ষ বাঙালির ত্যাগ
লাল সবুজের ঘ্রাণ কুড়াতে
কোটি বাঙালি এক।

তুমি অমর চির অমর
চিরঞ্জীব বাংলা
তোমার স্থান কোটি বাঙালির
হৃদয় জানালা।

লেখক: শিক্ষার্থী (এমবিএ), সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

এসইউ/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।