রায়হান তারেকের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৪ জুলাই ২০২০

আবার উঠবে জেগে

আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে
নির্ঘুম রাত দীর্ঘ হচ্ছে
দীর্ঘ হচ্ছে দিবস ও গোধূলি
মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে
দীর্ঘ হচ্ছে অসহায়ের দল
দীর্ঘ হচ্ছে চোরের দল!
দীর্ঘ হচ্ছে মানবিকতার দেয়ালও
শুধু ক্রমশই ছোট হচ্ছে জীবন
তবুও মানুষের বাঁচার আকুতি
প্রিয়জন হারানোর কান্না
অদৃশ্য কণার দৃশ্যতায় নাড়াতে নাড়াতে
সমগ্র বিশ্ব আজ দোদুল্যমান

আবার উঠবে জেগে বিশ্বাসের বাতিঘর
শান্তির অবগাহন
পরিণত পৃথিবী
স্বস্তির নির্মল নিশ্বাস।

****

করোনা ভাবনা

ভেবে নেন তবে করোনা হবে
দুশ্চিন্তাকে ছুটি দেন সবে
বেঁচে যান যদি ইমিউনিটির জোরে
থাকবেন যুদ্ধ জয় করে
আর যদি না-ই হয় রক্ষা
নাই তার কোনো ব্যাখ্যা!

তবে মেনে চলেন বিধি
নিজের জন্য থেকে যাবে নিধি
কিছুটা হলেও পেতে পারেন স্বস্তি
করতে পারবেন যত খুশি মাস্তি!
না হয় পেতে হবে না মানার শাস্তি

ভেবে নেন তবে করোনা হবে
এই হোক তবে মনোতুষ্টি
পরিবর্তন করলেন না হয় মনোদৃষ্টি
আঁখি-পল্লব ঘন মেঘে নেমে আসুক শান্তির বৃষ্টি!

বিরচিত হোক বাঁচা-মরার কাব্য!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।