নীলপরি শুধু আমার

রিফাত কান্তি সেন
রিফাত কান্তি সেন রিফাত কান্তি সেন , লেখক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ৩০ জুন ২০২০

রাত্রিটা নিস্তব্ধ, চারদিকে শোঁ শোঁ আওয়াজ-
‘নীলপরী তুমি শুধুই আমার।’

আজ পরির মেলা বসছে রাতে
ছাদনাতলায় ভিড় জমেছে তাতে,
কত পরি যে আসবে, কে কাকে ভালোবাসবে।

ছন্নছাড়ার দল আজ একত্র হয়ে
কিছু একটা খুঁজে ফিরছে।

নীলপরি, লালপরি, সাদাপরির দল
একে একে আসতে শুরু করবে,
আজ মেলা বসবে রাতের আঁধারে।

আমি খুব ক্লান্ত, অশান্ত, খুব হতাশাগ্রস্ত—
নীলপরিকে খুঁজে হয়রান,
নীলপরি এসে গেছো বুঝি?

শুনেছি হেমন্ত শেষে শীতের বেশে,
কুয়াশাচ্ছন্ন আঁধার রাতে তুমি আসবে, ভালোবাসবে।

কেউ শুনছো, আজ রাতে মেলা বসবে,
মেলা—পরির মেলা
নীলপরি, লালপরি, সাদাপরি
আমি যে নীলপরিকেই বেছে নিয়েছি।

আচ্ছা, নীলপরি কি নীল বর্ণের?
সমস্ত শরীর কি তার নীল?
তাকে স্পর্শ করলে কি নীল হয়ে যায়?

দূর ছাঁই, যা-ই হোক, নীলপরিকেই চাই—
পরিরা না-কি ভারি মিষ্টি,
দেখে হবে মোর সন্তুষ্টি।
নীলপরি আমায় দেখা দিয়ে যাও তুমি,
আমি যে তোমার অপেক্ষায় এখনো প্রহর গুনি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।