মারুফ কবিরের গুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২২ জুন ২০২০

ছবির মতন জীবন

সাজানো বাগানের চাইতে এলেমেলো অরণ্য অনেক ভালো,
কামনা করিনি কখনো, জীবন থাকুক জ্যামিতির মতন গোছানো।
বুনোফুলের গন্ধে হয়েছি মাতাল,
জ্যোৎস্না করেছে আমায় উথাল-পাথাল,
অরণ্যের বৃক্ষগুলো ছুঁয়েছি যখন; গাণিতিক হারে বেড়েছে প্রেম তখন।
ত্রিকোণমিতির মতন খেলেছি এলোমেলো করে জীবন,
কিন্তু ঘুরেফিরে সবাই চেয়েছে, আমাকে সাজিয়ে রাখতে জীবন ছবির মতন;
পূর্ণিমাকে বাক্সবন্দি করে, স্ফটিকের ফুলদানিতে গন্ধহীন বিদেশি ফুল সাজিয়ে।

****

সূর্য

তোমাদের এই শহরে-
এমন করে সূর্য ডোবে?
আমি ভাবি আমার যেন
মনের মাঝেই সূর্য থাকে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।