রাতের আলাপন

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৭ মে ২০২০

মেঘের গর্জন তুমুল বর্ষণ,
রাত্রি দ্বিপ্রহরে ঘুম খোয়া গেছে!
দরজা জানালা ঠাস ঠাস পটাস,
ভেঙে চুরমার হলো বুঝি শেষে!

বৃষ্টির ঝাপটায় জল গড়ায়
ঘরের মেঝেতে আড়াআড়ি!
জানালার পাশে দমকা হাওয়ায়
ভিজে একাকার পুরোপুরি!

ঝড়ের রাতে বৃষ্টির স্রোতে
মাঠ ঘাট উঠান একাকার!
বিদ্যুৎ চমকে আঁধার ছেদিয়া
শত আলো নাচিছে বারবার!

তুলার মত উড়ছে অবিরত
মগডালগুলো অবলীলায়!
টিনের চালায় তাণ্ডবলীলায়
হৃদয় কাঁপছে নানা শঙ্কায়!

হিমেল হাওয়ায় কম্পিত গায়ে
চেপে খাদির পুরু শাল!
তমসাচ্ছন্ন বেলকনিতে বসে
দেখে নিচ্ছিলাম ঝড়ের ঝাল!

উঠোনে জল করে জ্বলজ্বল
পাশে এলোপাতাড়ি ডালপালা!
পতিত পত্র ছড়ানো যত্রতত্র
হেসে-ভেসে করছে খেলা!

সতেজ আম সবুজ জাম
এখানে ওখানে ছড়াছড়ি!
মনে পড়ছে অবুঝ বয়সে
ঝড়ের আমের কাড়াকাড়ি!

মনের গভীরে ঝড়ের তোড়ে
কত কথা ভিড় জমায় এসে!
সুখ-দুঃখের কথা কবিতায়
কার মুখচ্ছবি ওঠে হেসে!

আদান যা কিছু, নিয়েছে পিছু
কতকাল পরে ঝড়ের রাতে!
মায়াবী মুখের ডাগর চোখে
নিরব অশ্রুসিক্ত স্রোতে!

বাহির ভেতর তোলপাড় ঝড়ে
চলে সরব নিরব নিনাদ!
বাহিরের ঝড় থেমে গেলেও
ভেতরে চলে নিরব আর্তনাদ!

ক্ষণকাল পরে কালো টিপ পড়ে
সুধার পেয়ালা এগিয়ে দিয়ে
কে যেন বলে, ‘মনটাকে কর চনমনে!’
এক চুমুকেই মনের ঝড় নড়বড়ে,
বাকিটুকু উবে গেল মধুর আলাপনে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।