মৃদুল মিত্রের একটি মানবিক কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৩ মে ২০২০

আমাদের মানবিক আবেদন

জলকণাগুলো কান পেতে ছিল
সমুদ্রের কাছে
পত্র-পল্লবপুঞ্জ বায়না ধরে ছিল
বৃক্ষরাজির কাছে
শিশিরে সিক্ত ঘাসেরা আক্ষেপ করে ছিল
সূর্যের কাছে।
যেখানে বাতাসের গলা টিপে হত্যা করা হয়েছে
বারংবার
ধর্ষিতার কান্নাও পৌঁছায়নি তখন আইনের
কানে একটিবার।
নদী, সমুদ্র, বৃক্ষরাজি নিষ্পেষিত ও অবহেলিত আরও যত প্রাণিকূল
সবাই তারা ঈশ্বরের সাথে শান্তি চুক্তি করেছে।
যে চুক্তির অপেক্ষায় ছিল তারা শত শত বছর।
কতো সহস্র সহস্র, লাখো লাখো নিরপরাধ জীবনের বিসর্জনে
আজ তারা শান্তি নিয়েছে কিনে।
করেছে শান্তি নিকেতন বিনির্মাণ।
মানবতা তখন জাগ্রত হয়নি মানবের
যখন তাদের করালগ্রাসে দিনের পর দিন
পৃথিবীতে চলেছে ধ্বংসলীলা।
একের পর এক চলেছে আগ্নেয়াস্ত্রের বাহাদুরি,
স্থবির হয়েছিল পৃথিবীময়।
আজ অবাক চোখে তাকিয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ড
মানবের দিকে,
কখন মানবকে যুক্ত করা হবে শান্তি চুক্তিতে।
সেই অপেক্ষার পালা বাড়ছে ক্রমশ
ততক্ষণে মানবের লাশের মিছিল দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত।
আমিও তো মানবের দলে
তাই শান্তি চাই, বাঁচতে চাই তোমাদের সাথে
হে নব পৃথিবী।
এই আমাদের মানবিক আবেদন।

কবি: উপ-পরিদর্শক, স্পেশ্যাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।