আবু আফজাল সালেহের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০২০

দাঁড়িয়ে সাকুরা তুমি

যমুনাতীরের স্নানঘাটে নিমগ্ন ভূমি
ঝিকিমিকি সরোবর যেন রুপালি নদী
ভাসে, জ্যোৎস্নামাখা তাজমহলের প্রতিচ্ছবি।
আঁকাবাঁকা যমুনাটা যেন মিশে গেছে লালদুর্গে।

ওপারেও কে যেন এলোকেশে
দেখি, দাঁড়িয়ে সাকুরা তুমি।

****

পিকাসোর জলরঙে আঁকা ছবি

বোশেখি চাঁদিমারাতে পুঁতেছিলাম
একটি ছোট্ট গোলাকার বীজ,
অঙ্কুরিত হয়ে শাখা-প্রশাখায় আজ পল্লবিত, সবুজে।
কোকিলের কুহু, ঘুঘুর বাসা, দোয়েলের শিস-
ক্লান্ত কৃষকের নেতানো শরীর, কলসিকাঁখে তরুণীর ঘুঙুর
নদীর স্রোতে অরুণিম আলো।

বয়েসী বট, মাঠের শিল্পী, পাখির কলতান
সবুজের ফাঁকে অরুণাভ আলোকছবি, বুড়ির ঘর, নীল আসমান-
যেন পিকাসোর তুলিতে জলরঙেআঁকা ছবি।

****

চকপেনসিলে আঁকা নামের দীর্ঘতালিকা

বিশ্বাসের কাঁধে চড়েই তো যেতে হয়
একদিন যাচ্ছি, ভাঙাচোরা সেতু বেয়ে
সে, তুমি, তারা; মানে আমরা সবাই মিলেই
কথা বলছি আর পথ চলছি,
হঠাৎ দুলুনি, সেতুর মাঝপথে
পেছনে ফিরে তাকাতেই দেখি,
কেউ নেই
স্বজনবিহীন পথে চলছি একা

তাহলে সঙ্গে আসাগুলো কী চকপেনসিলে আঁকা
ভুল নামের দীর্ঘ তালিকা

কবি: উপ-পরিচালক, বিআরডিবি, কুষ্টিয়া।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।