মৃত্যুর কাছে আমি জন্মের কথা বলি

মিজানুর রহমান মিথুন
মিজানুর রহমান মিথুন মিজানুর রহমান মিথুন , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ মার্চ ২০২০

ধংসস্তূপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমি
সৃষ্টির কথা বলি।
দাবদাহে পুড়ে যাওয়া খা খা প্রান্তরে
দাঁড়িয়ে বৃষ্টির কথা বলি,
ঝরঝর ঝরনার আকুল করা ছন্দের কথা বলি।

মৃত্যুর কাছে আমি জন্মের কথা বলি।
কবরস্থান, শ্মশান কিংবা সেমিট্রেটিতে গিয়ে আমি
বলি জীবন সুন্দর, এসো ‘মৃত্যু’ গাই জীবনের জয়গান।
আমি হৃদয়হীন পাথরের কাছে আমি
বলি এসো প্রেমের পথে, এসো ভালোবাসার পথে।
জীবনকে বর্ণীল করে তোলো।
হত্যায় যারা উন্মত্ত আমি তাদের শোনাই
মানব প্রেমের অমীয় বাণী।
ধর্মীয় বিষবাষ্পে যারা অহর্নিশ পৃথিবীকে
অশান্ত করে তুলছে, তাদের বলি এসো অসম্প্রদায়িক সম্প্রীতির পথে।

আমি স্বপ্নহীনের চোখে দেই
সম্ভাবনার, তাদেরকে বলি
জীবন অনেক সম্ভাবনাময়।
আমি দিগন্ত বিদারী খা খা মরুভূমিকে
শোনাই সজীবতার গান।
অঝোর বৃষ্টি ও বন্যাকে শোনাই শস্যের বন্দনা,
শস্য-বৃক্ষ পচে যাবে, অনাহারে অর্ধাহারে
কাটাবে আমাদের। সবার গোলা রবে শূন্য।
পৃথিবীর বুক চেড়া জ্বলন্ত আগ্নেয়গিরির কাছে আমার
অসীম আকুতি, তোমার জ্বালা মুখ
স্তব্ধ করে দাও। পুড়িও না আর সবুজ-শ্যামল ভূমি,
পৃথিবীকে আমি বানাতে চাই স্বর্গোদ্যান।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।