বঙ্গবন্ধুর ঢাবির রাজনীতি নিয়ে ‘অসমাপ্ত ছাত্রজীবন’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হচ্ছে ‘অসমাপ্ত ছাত্রজীবন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকাকালীন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। বইটি লিখেছেন ঢাবির আইন বিভাগের ছাত্র শরিফুল ইসলাম শুভ। তিনি আইন অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালের ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। কিন্তু ৪র্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থন করায় ১৯৪৯ সালের ২৬ মার্চ তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। ছাত্রত্ব বাতিল হলেও থেমে যায়নি তাঁর রাজনীতি। পরবর্তীতে তিনি সমহিমায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও হয়েছিলেন।’
লেখক শুভ বলেন, ‘বইটিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে অধ্যয়নকালীন ছাত্ররাজনীতির ঘটনাবলি লিপিবদ্ধ থাকবে। বঙ্গবন্ধুর ছাত্রজীবন ছিল বর্ণাঢ্য স্বপ্নময়। এখানে পরিশীলিত পরিসরে তা-ই ফুটিয়ে তোলার প্রয়াস চালানো হয়েছে। বইটি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
লেখক শরিফুল হাসান শুভ জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের হনুমানের চর গ্রামে জন্মগ্রহণ করেন। মো. আব্দুল রাজ্জাক এবং মা হামিদা বেগমের ছেলে তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে সফলতার সাথে এলএলবি অনার্স ও এলএলএম মাস্টার্স পাস করেন।
এসইউ/এমএস