কবি আবদুল হাকিম আমাদের চেতনার বাতিঘর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সন্দ্বীপ (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০২ মার্চ ২০২০

‘কবি আবদুল হাকিম আমাদের চেতনার বাতিঘর। বাংলা ভাষা এবং দেশের সাহিত্যচর্চায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। আজ আমরা যারা সন্দ্বীপবাসী লেখালেখি করছি, আমরা তাঁর সাহিত্যের উত্তরসূরি।’ মধ্যযুগের কবি আবদুল হাকিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।

গত রোববার সন্ধ্যায় নগরীর হালিশহর এ ব্লক ন্যাশনাল ফাউন্ডেশন কার্যালয়ে ভোরের পাখি সাহিত্য মেলা এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন মনি। প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপের কবিয়াল ধারার শেষ প্রতিনিধি মাস্টার কে এম আজিজ উল্যা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ লেখক ও গবেষক আলাউদ্দিন আল আজাদ। আলোচক ছিলেন মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম ও শিশুসাহিত্যিক সাজিদ মোহন।

আবদুর রহমান ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার, সাংবাদিক অপু ইব্রাহিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল ইবনে মালেক, ভোরের পাখি সাহিত্য মেলার সহ-সভাপতি আজগর হোসেন, সন্দ্বীপ ল’ স্টুডেন্ট ফোরামের সহ-সভাপতি বি এম আসলাম হোসাইন, লেখক আবদুস সামাদ রিফাত প্রমুখ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।