প্রলাপ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ১৫ নভেম্বর ২০১৯

সিবগাতুর রহমান

পেঁয়াজের দাম দুশো ছাড়ল
তিনি বলছেন "নিয়ন্ত্রণে"!
বলছি মশাই আমাদের কথা
পরছে না কি একটু মনে?

আমরা যারা আধপেটা খাই
পেঁয়াজ কাঁচা লঙ্কা নুনে
তোমরা তো ভাই মন্ত্রী আছো
আমাদেরই ভোটের গুণে।

প্রবাস থেকে আসছে ফিরে
আমার বোনের লাশ!
তোমরা বলছ "এতো নগণ্য"
এটা কেমন পরিহাস?

তোমার মুখে লাগাম পরতে
আরও যদি হয় দেরি
ধুলায় মিলিবে যত অর্জন
তোমাদের রূপ হেরি।

আমার টাকায় খাচ্ছো পড়ছো
পোক্ত করছো গদি?
থাকবে না কিছু দুঃখী বাঙালি
ঘুরিয়া দাঁড়ায় যদি।

রচনা কাল: ১৫ নভেম্বর ২০১৯

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।