সলিল চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুজন হাজং

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৫ অক্টোবর ২০১৯

প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার সলিল চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯ পাচ্ছেন বাংলাদেশের তরুণ গীতিকার ও কবি সুজন হাজং। আগামী ২০ অক্টোবর পশ্চিমবঙ্গের নিউ দীঘায় আন্তর্জাতিক ইলিশ ও পর্যটন উৎসবে পুরস্কারটি তাকে দেওয়া হবে।

ডায়মন্ড হারবার প্রেস ক্লাব এবং কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন কলকাতার কথাসাহিত্যিক নলিনী বেরা। সভাপতিত্ব করবেন কবি অরুণ কুমার চক্রবর্তী।

সুজন হাজং বলেন, ‘সংগীতের প্রবাদ পুরুষ সলিল চৌধুরীর নামাঙ্কিত পুরস্কার পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। আমি পুরস্কারটি আমার সংগ্রামী, পিছিয়ে পড়া প্রান্তিক হাজং জনগোষ্ঠীকে উৎসর্গ করবো।’

উৎসবের সম্পাদক কবি শাকিল আহমেদ বলেন, ‘আমি তার লেখা গানে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রতিচ্ছবি দেখেছি। একজন মেধাবী গীতিকারকে পুরস্কৃত করে তার প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে কলকাতা ও বাংলাদেশের সম্মানিত কবি-সাহিত্যিকগণ উপস্থিত থাকবেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।