বর্ষাবরণ

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ জুন ২০১৯

খালে বিলে পানি নাই,
মাঠ ফেটে চৌচির!
আকাশেতে মেঘ নাই
তাপদাহে সকলই অস্থির!

পুকুরের গরম জলে
মাছেদের প্রাণ যায়;
তামাটে ক্ষেত দেখে
কৃষাণ বুক চাপড়ায়!

প্রকৃতি অসহ্য গম্ভীর
কতদিন বৃষ্টির দেখা নাই!
চারিদিকে ছোটাছুটি অস্থির
কিচ্ছু লাগে না ভালো দূর ছাই!

এখানে সেখানে উড়ে
পাখি সব ক্লান্ত!
পথিকের আর পা চলে না,
সে যেন উদ্ভ্রান্ত!

গ্রীষ্মের তীব্র তাপদাহে
প্রাণ আর বাঁচে না!
সহে না এ যাতনা!
বর্ষারাজ, কোথা তুমি?
মেঘের ছাতা নিয়ে,
তাড়াতাড়ি এসো না!

বর্ষা, তোমায় বরণ করতে
দেখ সাজ সাজ রব এ ধরায়!
জাত-পাত মান ভুলে সবাই
তাকিয়ে আছে ঊর্ধ্বাকাশে;
কখন নামবে অঝোর ধারায়!

এসো মহান, এসে বর্ষিত কর!
শান্তির বারি দিয়ে শীতল পরশ
বুলিয়ে দাও বন-বিথীকায়!
নব জাগরণ আসুক ধরায়
প্রাণের স্পন্দনে বিকশিত হোক
অঝোর ধারাজলে ঘন বরষায়!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।