মে দিবসে সুজন হাজংয়ের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০১ মে ২০১৯

তারা শ্রমিক

শ্রমিক তারা; যাদের রক্তে বিশুদ্ধতা আছে,
আমাদের অর্থনীতির চাকা
যাদের কঠিন মুষ্ঠিবদ্ধ হাতের শক্তিতে ঘোরে, তারা শ্রমিক।

শ্রমিক তারা; যারা হাড়ভাঙা পরিশ্রমে কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরায়,
কেউ কেউ ইটভাটায়,
কেউ কেউ প্রখর রোদে পোড়ে,
কেউ কেউ তুমুল বৃষ্টিতে ভেজে
ক্ষেতের সোনালি ফসল ফলায়, তারা শ্রমিক।

যাদের গায়ে অক্লান্ত পরিশ্রমের ফলে ঘামের দুর্গন্ধ থাকে,
যাদের শীর্ণ পোশাকে কাদামাটির
দাগ লেগে থাকে, তারা শ্রমিক।
যাদের জন্য কলকারখানা তৈরি হয়েছে, তারা শ্রমিক।

যারা দুবেলা পেটপুরে খেতে পায় না,
অনাহারে ল্যাম্পপোস্টের নিচে শব্দহীন ঘুমিয়ে থাকে
একটি ভোরের সূর্যোদয়ের অপেক্ষায়, তারাও শ্রমিক।

যারা মাথার মগজ দিয়ে অর্থ উপার্জন করে না
যারা গায়ের শক্তি দিয়ে জীবিকা নির্বাহ করে, তারা শ্রমিক।

যে বৃদ্ধ জীর্ণ শরীরে
মোটা কাপড় মোটা ভাতের জন্য
রাস্তায় রিকশা চালায়, সে-ও শ্রমিক।

যে শিশু বিদ্যালয়ে পড়তে পারে না,
চায়ের দোকানে কাজ করে,
রাস্তায় ফুল বিক্রি করে
পুষ্টিহীন অসুস্থ মায়ের জন্য খাবার কিনে নিয়ে যায়, সে-ও শ্রমিক।

আমরা কী তাদের ভালোবাসতে পারি না?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।