জায়ানকে নিয়ে সুজন হাজংয়ের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত

কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত
এই রক্ত আমাদের রাজপুত্র জায়ানের।
জায়ান তোমার রক্তের দাগ শুধু শ্রীলঙ্কার বুক
চিরে নয়, বাংলাদেশের বুক চিরে মিশে থাকুক ইতিহাসে।
আজ তোমার কান্নার কোন রং নেই
মনে হয় পৃথিবীর সব রং লাল।

এখানে সমবেদনার ভাষা জানাতে এসো না কেউ,
এখানে মুছে দিতে এসো না আমাদের দু’চোখ ভরা অশ্রু
এই অশ্রু ঝরুক লাল রক্তের মত
এই অশ্রু ঝরুক অবিরাম, অনন্তকাল।

আজ মৃত্যুর মিছিলে কোন প্রতিবাদের স্লোগান নয়,
কেবল নিস্তব্ধ, নীরবতায় লজ্জায় মাথা
নিচু করে দাঁড়াও পৃথিবী।
দেখো ইতিহাসের পাতা ছিড়ে খেয়ে ফেলেছে খুনি সভ্যতা,
এখানে কোন মানবতা নেই।
নেই কোন অবুঝ শিশু কিংবা বৃদ্ধের জীবনের মূল্য।

যেখানে মসজিদ, মন্দির, গীর্জা কিংবা প্যাগোডায়
প্রার্থনারত অগণিত মানুষের বুকের তাজা রক্ত ঝরে
সেখানে আমরা বর্ণবাদহীন পৃথিবীর স্বপ্ন কী করে দেখব?

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।