ছাত্রলীগের ইতিহাস সম্পর্কিত বই বিতরণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ধারণা দেওয়ার লক্ষ্যে ৪ শতাধিক বই বিতরণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন বইগুলো বিতরণ করেন।

গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বইগুলো বিতরণ করেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর লেখা ও সম্পাদিত ‘শেখ হাসিনার জয়যাত্রা’, ‘ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন’ এবং রত্নগর্ভা মা তাসলিমা আজাদের ‘অপ্রকাশিত রচনাবলী’ বিতরণ করেন।

book-in

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুইয়া, প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুল হাসান উপস্থিত ছিলেন।

book

বই পেয়ে উচ্ছ্বসিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সবনম মুস্তারিন বলেন, ‘বইগুলো সংগ্রহের ইচ্ছা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আজ বইগুলো হাতে পেয়ে ভালো লেগেছে।’

book-in

বই বিতরণ প্রসঙ্গে আকতার হোসাইন বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি সব সচেতন শিক্ষক-শিক্ষার্থীদেরও ছাত্রলীগের গৌরবময় ইতিহাস জানা দরকার। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের সেই গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।