তুমি আমার সজনী সেন!

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

তুমি বৃন্দাবনের কৃষ্ণের রাধা
মহাশূন্যে আকাশের নীলা,
শ্রীকান্তের রাজলক্ষ্মী তুমি
গৃহদাহে সুরেশের অচলা!
তোমার স্মৃতি পায়ে পায়ে নিয়ে
আমার পথচলা।

নজরুলের প্রাণ নার্গিস তুমি,
শাহজাদা সেলিমের আনারকলি
জীবনে মরণে তুমি রবে পাশেতে
তোমাকে কি করে ভুলি!

প্রেমরাজ মজনুর লাইলী তুমি
শেষ বিকেলের মেয়ে নাহার,
ফরহাদের শিরি তুমি গো
তুমি আমার প্রেমের বাহার!

জুর্ল বার্নের আউদা তুমি
জর্জ বার্নাড শ’য়ের এলিজা,
অষ্টম অ্যাডওয়ার্ডের সিম্পসন তুমি
তুমি আমার পাকিজা!

নায়ক রাজ রাজ্জাকের কবরী
তুমি রোমিওর জুলিয়েট;
বরফ গলা নদীর মরিয়ম তুমি
তুমি মহারানি এলিজাবেথ।

পদ্মা নদীর মাঝি কুবেরের কপিলা
তুমি সুপ্রিয়া-সুচিত্রা উত্তমের,
তুমি কদম সারেং বউ নবীতন
মা হাওয়া আদমের।

তুমি অমিতাভের রেখা-জয়া
মহাদেবের দুর্গা-নারায়নী,
বিমলেরর কড়ি দিয়ে কেনা সতী
তুমি কবি দান্তের রিমিনী!

তুমি শেখরের পরিণীতা ললিতা
রহিম বাদশার রূপবান,
জহির রায়হানের টুনি তুমি
শওকত ওসমানের মেহেরজান।

তুমি বঙ্কিমের কপালকুণ্ডলা
মহা প্রেমিক দেবদাসের পার্বতী
নজীবুর রহমানের আনোয়ারা তুমি
আমার চিরদিনের স্বপ্ন-সারথি!

সুন্দরের রানি ক্লিওপেট্রা তুমি
ট্রয় নগরীর হেলেন।
রবি ঠাকুরের লাবণ্য তুমি,
তুমি আমার সজনী সেন!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।