এ কে সরকার শাওনের কবিতা

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

পরে কথা হবে

সেই তো কবে
‘পরে কথা হবে’
বাই, এবার আসি তবে
বলে চলেই গেলে!
এই তো এখানে
বড়াল নদীর তীরে,
রেল লাইনের
সমান্তরাল পথটি ধরে।
একা ফেলে
চলে গেলে চিরতরে,
আর আসলে না ফিরে!

যদি বলি পালিয়েই গেলে
জবাব কী দেবে তার?
তারপর কত কী হলো!
রেখেছো কি খবর তার?
এমনি করে নয়টি বছর পার!
আজও হয়নি দেখা
আমাদের দু’জনার।
পরের কথা
শোনা হয়নি আজও আর!

এমনি করে
মনের মানুষগুলো
হারিয়ে যায় কিংবা পালায়
ফিরে না আসে আর!
অশ্রুমালা আপনি শুকায়!
স্মৃতিপটে সব অকারণে ভাসে হায়!
ভাঙা বাঁশিটা তবু বেজে যায়!
তাতে কারো আসে না যায়।

কানে বারে বারে বাজে,
শত কোটিবার বাজে;
সেই একটি কথা নীরবে সরবে
বাই, এবার আসি তবে,
‘পরে কথা হবে’!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।