‘আমার আমি’ বইয়ের মোড়ক উন্মোচন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

তরুণ লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার মাদারীপুরে অনুষ্ঠিত চার দিনব্যাপী বইমেলার উদ্বোধনী দিনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যা ৬টায় শহরের লেকেরপাড়ে অনুষ্ঠিত মেলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বইটির মোড়ক উন্মোচন করেন।

বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, ইতিহাস গবেষক ও লেখক ডা. আব্দুল বারি, সাহিত্যিক ও সাংবাদিক ইয়াকুব খান শিশির ও কবি দুলাল সরকার।

একই সময়ে সাহিত্যে বিশেষ অবদান রাখায় ডা. আব্দুল বারিকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া তরুণ উদীয়মান সাহিত্যিক সৌম্য সরকারকে দেওয়া হয় মহাকবি আলাওল পদক।

বইমেলা চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে মেলা। মেলায় পাওয়া যাবে জেলার শতাধিক লেখকের বই।

‘আমার আমি’ বইটি সম্পাদনা করেন তরুণ কথাশিল্পী ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ। প্রকাশ করেছে অনুবাদ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বইটি রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।