কৈশোর তারুণ্যে বইমেলার সমাপ্তি

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৩ জুলাই ২০১৮

কৈশোর তারুণ্যে বই এর দুই বছর পূর্তিতে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তিনদিনের বইমেলা শেষ হয়েছে। বইমেলার সমাপনী দিনে মুক্তগদ্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বই স্পর্শ করার প্রতি গুরুত্ব দেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বইমেলার আয়োজন করার আহ্বান জানান।

মেলায় ২১ জন শিক্ষার্থীকে মুক্তগদ্য লেখার জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজউক কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকাতুল আলম এবং কৈশোর তারুণ্যে বই’র সভাপতি তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

এইচঅার/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।