কবি দিলীপ দাসের জন্মদিন পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৮ জুলাই ২০১৮

কবিতা পাঠ আর আবৃত্তির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের গণমানুষের কবি দিলীপ দাসের জন্মদিন।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন কবির জন্মদিন পালন করে। দিলীপ দাসের ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু।

বাচিক শিল্পী বাছির দুলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবিপত্নী মায়া রায় ও নারী নেত্রী নন্দিতা গুহ প্রমুখ।

অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে সংগঠনের সদস্যদের কবিতা পাঠ ও আবৃত্তি। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ত্রিপুরার সংগীতশিল্পী অনুপমা দাস।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।