মহাসড়কে মৃত্যুর মহাউৎসব

ইসমাত জেরিন খান
ইসমাত জেরিন খান ইসমাত জেরিন খান , বিজনেস এডিটর, এটিএন বাংলা
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৪ জুন ২০১৮

এ যেন ঈদ নয় মৃত্যুউৎসব।
আশেপাশে সবাই নিশ্চুপ
শুধু রক্ত ঝরছে, জলে ভেসে যাচ্ছে স্বজনের বুক।
সড়কপথে মরছে মানুষ
সবাই কেন নির্বাক হয়ে
গুণছে মাথা, এ যেন মরছে মরুক- আমার কি?

কিন্তু কাল যে আমি, তুমি অথবা আমরা
এই সড়কপথের হায়েনাদের কবলে প্রাণ হারাবো না
কে জানে তা?
বাস, ট্রাক, ট্রলি, কার আগে কে ছুটবে কে যাবে আগের গলি-

এ যেন কার আগে কাকে মারবে তার এক অজানা উৎসব।
প্রতিদিনই মরছে রাজপথে, মহাসড়কে অথবা বাড়ির পাশের রাস্তায়
তাতে কি? এত মৃত্যুর মিছিলেও আমাদের বুক কাঁপে না!
মন গলে না, অন্যের শিশু সন্তানের কান্নায়
আমরা কাঁদি না।

কান্না আসে তবে হয়তো সাহস জাগে না প্রতিবাদের
তবে আজ থেকে হোক প্রতিবাদ
পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়-
রাজপথে অথবা মহাসড়কে।

চলো জেগে উঠি বাঙালি সেইসব মৃত্যুর ফাঁদ পেতে বসে থাকাদের
সাথে যুদ্ধে নামি। আজ থেকে কারো আর যেন এভাবে প্রাণ দিতে না হয়।
গণপরিবহনে, বাসে, ট্রাকে- সবজায়গায় নিজেরাই রোধ করি অতিরিক্ত যাত্রী চাপ,
গাড়ির বেপরোয়া গতি, অনভিজ্ঞতা নাবালক চালক-
লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন গাড়ি আর নয়।

তাই আজ থেকে প্রতিবাদ জানাই
দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের জীবন ফিরে পাবো না
তবে সবাই এক হলে আর একটা জীবনও নিতে দিব না।
চলো সবাই এক হই।
প্রতিবাদ করি আর এই হায়েনাদের বিরুদ্ধে পথে নামী।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।