প্রকাশিত হলো সানজাক-ই উসমান

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৫ মে ২০১৮

গত ১৯ এপ্রিল প্রকাশিত হয়েছে প্রিন্স মুহাম্মাদ সজলের ইতিহাস, ফিকশন আর থ্রিলারধর্মী বই ‘সানজাক-ই উসমান : অটোমানদের দুনিয়ায়’। বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স। ইতোমধ্যে পাঠকমহলে আলোচিত হচ্ছে বইটি।

জানা যায়, চারশ’ বত্রিশ পৃষ্ঠার বইটি মূলত উসমানী সালতানাত তথা অটোমান সাম্রাজ্য নিয়ে লেখা হলেও শুরু হয়েছে ইতিহাসকুখ্যাত মোঙ্গল সাম্রাজ্যের উত্থান নিয়ে। বইটি প্রকাশের পর মাত্র ১১ দিনেই শেষ হয়ে যায় ১ হাজার কপি। বইটির দ্বিতীয় মুদ্রণ বাজারে আসবে আগামী ৭ মে।

প্রিন্স মুহাম্মাদ সজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের ছাত্র। সজল বলেন, ‘এটি কোনো নিয়মিত ইতিহাসের বই বা ঐতিহাসিক উপন্যাস নয়। আজকের পৃথিবী কী করে নির্মাণ হলো, তা জানতে বইটি দারুণ সহযোগিতা করবে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।