মিজান খানের দু’টি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

তাদের জন্য

সব কবিতা কাব্য হলেও
কয় না মনের কথা,
গয়না সাজা বৌকে দেখে
যায় কি বোঝা ব্যথা?

কাব্য করে ছড়ার সুরে
ছন্দে ছন্দে মিলাও,
মনের কথা বলতে থাকো
মধুর সুরে বিলাও।

শব্দ লাগাও যথাযথ
সুরের কাব্য কর,
গহীন মনের ভাব প্রকাশে
একাট্টাতে লড়।

প্রেমের বুলি কপচিও না
ভাও বুঝে বাতাসের,
ভয় পেলে কি চলবে বলো
যুদ্ধাংদেহী ত্রাসের!

একটি কথা রাখবে মনে
শুনবে সবার ব্যথা,
পক্ষ নিয়ে লড়তে হবে
বলবে তাদের কথা।

****

মাতাল আমি

বেতাল বনে মাতাল আমি
যাচ্ছি যেথা মন চায়,
হাওয়ার ভেতর উড়ছি কেবল
মধুর মোহন ক্ষণ যায়।

আমের বকুল ফুটছে দেখ
বাগানভরা মৌ মৌ,
গহীন বনে ডাক দিয়ে যায়
কয় না কথা বৌ।

পাতার বাঁশি শিষ দিলে যে
বুক ভেঙে যায় ঝড়ে,
মনের ভেতর আকুপাকু
উপড়ে গোড়া পরে।

আম আঁটি তার ভেঁপু বাজায়
পাতার বাঁশি দম নিলে,
দুপুর বেলা শেয়াল পালায়
পুচ্ছ নাচা শিস দিলে।

এমনতর মাতাল করা
রঙের বাহার যেথায়,
আমায় কি আর থাকতে
দিলো ভদ্রসদ্র কেতায়?

ঝড় উঠেছে ঝড়
মনের ঘরগুলো নড়বড়,
কালবৈশাখি আমায় নাচায়
ডাকছে মাতাল খড়।

আমার ভেতর নাইরে আমি
স্বপ্নঘেরা মাঝবিলে,
ডুবছি আবার ভাসছি কেবল
নীল-সবুজের জলঝিলে।

আসতে পারো এসেই দেখ
কী খেলাটা খেলছি আজ,
জমবে খেলা তোমরা এলে
চৌদিকে সুর সাজসাজ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।