বই বিক্রির টাকা দিলেন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৯ মার্চ ২০১৮

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত অ আ ক খ স্কুলে নিজের বই বিক্রির টাকা অনুদান হিসেবে দান করলেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ইভানা শামস।

গতকাল বৃহস্পতিবার অ আ ক খ স্কুলের সাভারের নবীনগর শাখায় স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নাজমুল ইসলামের হাতে তিনি অনুদানের চেক তুলে দেন।

সাম্যবাদী ও নারীবাদী লেখিকা হিসেবে পরিচিত তিনি। লেখকের ২য় বইয়ের নাম 'ইতি,অরুন্ধতী'। এই বই বিক্রির টাকায় তিনি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দান করেছেন। এর আগে ২০১৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যের বই ‘ধোঁয়া ধোঁয়া, শেষ ছোয়া’। গত বছরেও তিনি অ আ ক খ স্কুল সাভার শাখাতে বই বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

Savar-Book-1

অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক ইভানা শামস জাগো নিউজকে বলেন, আমি একজন নারী। আমি চাই সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠিত হোক। আন্তর্জাতিক নারী দিবসে আমি প্রত্যাশা করি এই স্কুল থেকে কমপক্ষে দুইটি মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করবে।

এসময় স্কুলের স্বেচ্ছাসেবক জাকির হোসেন, রাশেদুল ইসলাম এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।