মুন্সীগঞ্জে কবিকণ্ঠে কবিতাপাঠ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ‘কবিকণ্ঠে কবিতাপাঠ’। ২৪ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে পটভূমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কবি ফারুক মাহমুদের সভাপতিত্বে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন কবি গোলাম আশরাফ খান উজ্জ্বল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর মুন্সীগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক হামিদা খাতুন এবং নাট্য নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী।

বিশেষভাবে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয় ভারত থেকে আগত কবি তন্ময় মণ্ডলকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি গোলাম আশরাফ খান উজ্জ্বল, সুমন ইসলাম, গিরীশ গৈরিক।

কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি মিলনময় দাস, মু. আবু সাঈদ সোহান, কৃষাণ বাশার রজতরেখা, খান আবু বক্কর সিদ্দিক, জন মহম্মদ, অয়ন সাইদ, ইমন সাঁই প্রমুখ।

অতিথিদের হাতে সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’ এবং অনু ইসলাম সম্পাদিত কবিতা সংকলন ‘সম্মিলন’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও প্রাবিন্ধক অনু ইসলাম এবং কবি জন মহম্মদ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।