বৈশাখকে নিবেদিত কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৪ এপ্রিল ২০২৫

বোশেখের শুভযাত্রা
শাহানাজ শিউলী

বোশেখ আসুক মুক্ত স্বাধীন স্বপ্ন নিয়ে
অদরকারি, জীর্ণ-জরা বিদায় দিয়ে।
নতুন করে ফুল-ফসলে ভরুক মাঠ,
দুঃখ ঠেলে যাক না ঘুচে দেনার হাট।

বিজ্ঞাপন

ধ্বংস করুক অহমিকার অট্টালিকা
নতুন করে জ্বলুক রবির অগ্নিশিখা।
যা পুরোনো শুষ্ক, মরা যাক উড়িয়ে,
অত্যাচারী, বিভেদকারী দিক গুড়িয়ে।

সমাজ থেকে যাক না মুছে পাপ অনাচার
সবুজ ধরার মাঝে দেখুক স্বপ্ন বাঁচার।
ধনী-গরিব ভালোবাসার বুক মিলিয়ে,
সত্য-ন্যায়ের সম্ভাবনা যাক বিলিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মধ্যরাতের আঁধার ঢেকে উঠুক রবি
মেঘের তুলির রংধনুতে আঁকুক ছবি,
বন-বনানীর শাখায় শাখায় ডাকুক পাখি
বোশেখের ওই নতুন আলোয় ভরুক আঁখি।

****

নববর্ষ বরণ
বিপুল চন্দ্র রায়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃক্ষের ডালে নব পল্লব
পাখির কণ্ঠে গান।
আজ নব আনন্দে জাগো
এসেছে এসেছে পহেলা বৈশাখ।

পুরোনোকে বিদায় জানিয়ে
নতুনকে করি বরণ।
এসো হে এসো, আগামীর চলার পথে
সুনিপুণ স্বপ্ন আঁকি বুকে।

****

বিজ্ঞাপন

বৈশাখী উৎসব
বিলকিস নাহার মিতু

চৈত্র শেষে বৈশাখ এসে
দিলো নতুন সাড়া,
আনন্দতে ভরে উঠলো
শহর কিংবা পাড়া।

মেলা বসছে বটতলাতে
বাজছে ঢাক আর ঢোল,
চারিদিকে সবার মুখে
ফুটছে খুশির বোল।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

একতারাতে সুর মেলাতে
ব্যস্ত বাউল ভাই,
বিশ্বজুড়ে এমন উৎসব
আর তো কোথাও নাই।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।