কাঁদো মুসলিম জাহান

সিবগাতুর রহমান
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
ব্যথাতুর ওই হৃদয়টা উজাড় করে
আজ তোমার ভাইয়ের জন্য কাঁদো।
যে শিশুটি আজই জন্ম নিয়েছিল
একটি বারও যার দেখা হয়নি
দীর্ঘ নয়মাস আপন জঠরে নিরাপদে
আগলে রাখা দুঃখিনী মায়ের মুখ,
সেই অবুঝ শিশুটির জন্য কাঁদো।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
প্রত্যেক মুসলমান তো ভাই-ভাই;
যার জন্য বিলাপ করে বুক ভাসাবে
নির্মম-নিষ্ঠুরতায় ঠাসা এ দুনিয়ায়;
এমন আপনজন আর কেউ নেই।
মমতায় দু’ফোটা জল ফেলার মতো
আপন কোনো চোখ আর বাকি নেই।
তোমার সেই ভাইয়ের জন্য কাঁদো।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
মা-বোনের ক্ষুধা নিবারণে রিলিফের
গাড়ির আশায় পথ চেয়ে বসে থাকা
নিষ্পাপ শিশুটির রক্তাক্ত ছিন্নভিন্ন
নিথর দেহের টুকরো দেখে কাঁদো।
মানব ধর্মের তীর্থভূমি মৃত্যু নগরীতে
পরিণত হওয়া অচেনা অচিন্তনীয়
ধ্বংসস্তূপের অবয়ব দেখে কাঁদো।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
সাত আসমান আর সাত জমিন
বিদীর্ণ করা চিৎকার দিয়ে কাঁদো।
তোমার এই চিৎকারে কেঁপে উঠুক
সর্বশক্তিমান খোদার আরশ।
কাঁদো, মুসলিম জাহান কাঁদো।
এসইউ/এমএস